স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফাত রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ জেলা প্রশাসন তদারকি করে থাকে। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি সকলের নজর কেড়েছে। আশা করছি সামনের দিনে আরো ভালো করবে। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক দুটোরই প্রয়োজন আছে। খেলাধুলা ও সাংস্কৃতি মন ও স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও বর্তমানে ভার্চুয়াল জগত থেকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নেই। তিনি আরও বলেন, ক্রিড়া এবং সাংস্কৃতিক দুটোই আমাদের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ শরীর মনকে ভালো রাখে। আমাদের অনেক শিক্ষার্থী মোবাইলে আসক্ত হয়ে গেছে। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা দেশের ভবিষ্যৎ। সামনের দিনে তোমরাই হবে এদেশের শক্তি, মেধা ও মেরুদন্ড। তাই তোমাদের এখন থেকে শক্ত প্রস্তুতি নিতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক কবির হোসেন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, সহকারী কমিশনার শাহিদুল আলম, নূর পেয়ারা বেগম, নাউমা জাহান সুমাইয়া, আব্দুর রহমান প্রমুখ।