প্রয়াত প্রধান শিক্ষক হারুন অর রশিদ স্মরণে দোয়া অনুষ্ঠান

 

স্টাফ রিপোর্টার: এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও শিক্ষা ও গবেষণা পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি ফজলুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা পৌর কলেজে এম.এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু ও শিক্ষা ও গবেষণা পরিষদের চুয়াডাঙ্গা সদর উপজেলা সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এ সময় তিনি প্রয়াত এম.এ.বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর স্মরণে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, বাংলাদেশ ছাত্র লীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক অনিক, চুয়াডাঙ্গা জেলা জজ কোর্টের পিপি এড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ আবু রাশেদ ও আক্তারুজ্জামান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক শাহজাহান আলী, সদস্য সচিব অধ্যক্ষ মাহববুল ইসলাম সেলিম, জীবননগর উপজেলা শাখার সভাপতি সালাউদ্দিন কবির, দামুড়হুদা  উপজেলা সভাপতি হামিদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা সভাপতি কৃষিবিদ গোলাম সরোয়ার মিঠু,  জেলা কমিটির যুগ্ম আহবায়ক এড. তসলিম উদ্দিন ফিরোজসহ জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকবৃন্দ। বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সদর উপজেলা সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিন মসলেম সুমন এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএডিসি মসজিদের ইমাম মো. ইবাদত হুসাইন। এ সময় মরহুম প্রধান শিক্ষক হারুন অর রশিদ এর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩১ শে মে ভোর সাড়ে ৪টায় ঢাকা বক্ষব্যাধি হাসপাতালে এম.এ.বারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ ইন্তেকাল করেন।

Comments (0)
Add Comment