প্রেমের টানে ময়মনসিংহের অষ্টম শ্রেণির স্কুলছাত্রী মহেশপুরে

 

মহেশপুর প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা থানার অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ঝিনাইদহের মহেশপুর উপজেলা কুরিপোল গ্রামের শাকিব আলীর। সেই প্রেমের টানে গতকাল সকালে ওই ছাত্রী শাকিবের বাড়িতে অবস্থান নেন। খবর পেয়ে শাকিব গা ঢাকা দিয়েছেন। শাকিব কুরিপোল গ্রামের ইউনুচ আলীর ছেলে। ওই ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বছর আগে পরিচয় হলে ময়মনসিংহের ভালুকা থানার ওই ছাত্রী শুক্রবার রাতে কুরিপোল গ্রামের এসে পৌছান। পরবর্তীতে শাকিব গা ঢাকা দিলে স্থানীয় মেম্বারের হেফাজতে রাখা হয়। তিনি আরো জানান, উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া ওই ছাত্রীর পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। নাটিমা ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মাস্টার জানান, ছেলে ও মেয়ে দুটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ বিষয়ে কোন সমাধান করা যাচ্ছে না। ইতোমধ্যে খবর পেয়ে পরিবারের লোকজন মহেশপুরের উদ্দ্যেশ্যে রওনা হয়েছে। তারা আসার পর ইউনিয়ন পরিষদের মাধ্যমে মেয়েটিকে পরিবারের লোকজনের হাতে তুলে দেয়া হবে।

Comments (0)
Add Comment