আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় পরকীয়া প্রেমের টানে দুই সন্তানের জনকের হাত ধরে ঘর ছাড়লেন এক সন্তানের জননী। দীর্ঘদিন পরকীয়ার পর ঘর বাধার স্বপ্ন নিয়ে গত রোববার রাতে তারা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
জানা গেছে, উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের ইয়াছদ্দীনের ছেলে দুই সন্তানের জনক আলম হোসেন দীর্ঘদিন ধরে হাটবোয়ালিয়া বাজারপাড়ার মুংলার মেয়ে ১ সন্তানের জননী মুক্তা খাতুনের সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক চলে আসছিলো। মাঝে মাঝে মুক্তা খাতুন আলমডাঙ্গা আসার নামে আলম হোসেনের সাথে বিভিন্ন স্থানে ঘুরতে যেতেন। মুক্তা খাতুনের বেশ কয়েক বছর আগে আলমডাঙ্গায় বিয়ে হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় তাদের তালাক হয়ে যায়। সেখানে তার একটি সন্তান আছে।
গ্রামসূত্রে জানা যায়, মুক্তার স্বামী থাকাকালীন আলমের সাথে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।