জীবননগর ব্যুরো: আমাদের শিক্ষক রাস্তায় কেন? আমরা সরকারি স্কুলে পড়তে চাই? এমন প্রশ্ন নিয়ে লেখা প্লেকার্ড হাতে গতকাল সোমবার মানববন্ধন করেছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির আলোকে গত দুই দিন ধরে শিক্ষকদের ৩ ঘণ্টা করে কর্মবিরতি পালন করার ফলে লেখাপড়ায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা এমন প্লেকার্ড হাতে নেমে পড়ে।
জানা যায়, সারা দেশের মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের দাবিতে মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সারা দেশে দুই দিনের ৩ ঘণ্টা করে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচি সফল করতে গত দুইদিন উপজেলা ২৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা গত দুই দিন ধরে ৩ ঘণ্টা করে কর্মবিরতি পালন করছে। এর ফলে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। এ অবস্থায় লেখা-পড়ায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা গতকাল স্কুলের বাইরে বেরিয়ে পড়ে। তাদের হাতে বিভিন্ন সেøাগান লেখা প্লেকার্ড ছিলো। এর মধ্যে একটি প্লেকার্ডে লেখা ছিলো আমাদের শিক্ষকরা রাস্তায় কেন? আমরা সরকারি স্কুলে পড়তে চাই? শিক্ষার্থীরা অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে সারা দেশের মাধ্যমিক বিদ্যালয় জাতীয় করণের জন্য সরকারের নিকট দাবি জানান।