মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ফ্লিমি স্টাইলে পাখিভ্যানে থাকা এক নারীর ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জ জেহালা গ্রামে এলে মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী পাখিভ্যানে থাকা ওই মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে পালিয়ে যান। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ।
জানা গেছে, গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারি গ্রামে আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন আলমডাঙ্গার নাগদহ ইউনিয়নের জোড়গাছা গ্রামের প্রবাসী স¤্রাটের স্ত্রী মিরা খাতুন ও তার শাশুড়ি রুপালী খাতুন এবং মেয়ে রুপালী। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে পাখিভ্যান জেহালা গ্রামে পৌঁছুলে পেছন দিক থেকে একটি মোটরসাকেলযোগে আসা দুই ছিনতাইকারী মিরা খাতুনের ভ্যানিটি ব্যাগ ছো মেরে কেড়ে নিয়ে পালিয়ে যান। মিরা খাতুন জানান, ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল বের করতে গেলে পেছনের দিক থেকে আসা দুই ছিনতাইকারী ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। আমি জোরে চেপে ধরলে ব্যাগের একটি হাতল ছিড়ে আমার হাতে থেকে যায় ও ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমার চিৎকারে একজন চেয়ার ছুঁড়ে মারে তাদের দিকে। আমি তাদের দেখলেই চিনতে পারবো। এসময় স্থানীয় কয়েকজন যুবক ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেও তাদের ধরতে পারেনি। মিরা আরো জানান, ভ্যানিটি ব্যাগে আমার স্বর্ণের কানের দুল, মেয়ের আংটি ও ১৬শ টাকা ছিলো। সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর সাইফুল ইসলাম, ওসি অপারেশন ইন্সপেক্টর ইকরামুল হক সঙ্গীয় ফোর্সসহ মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছিনতাইকারীদের শনাক্ত করতে কয়েকটি সিসি টিভির ফুটেজ সংগ্রহসহ আটকের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ সূত্রে জানাগেছে।