স্টাফ রিপোর্টার: প্রধান বিচারপতিসহ বিচার বিভাগের যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন তাঁদের এবং দেশ বিদেশে যারা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সকলের সুস্থতা কামনায় চুয়াডাঙ্গায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। গতকাল বাদ জুম্মা চুয়াডাঙ্গার বায়তুল মামুর জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা বায়তুল মামুর জামে মসজিদের পেশ ইমাম দোয়া পরিচালনা করেন। সাব জজ কামার উদ্দীন শিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সেলিম উদ্দীন খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এসএম ই¯্রাফিলসহ মসুল্লিরা উপস্থিত থেকে দোয়া করেন।
প্রসঙ্গত: প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী করোনা ভাইরাস সংক্রমিত হয়ে গত বুধবার রাত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে প্রধান বিচারপতির স্ত্রী গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হন। প্রধান বিচারপতি ও তাঁর স্ত্রী সুস্থ রয়েছেন। এছাড়াও ওমিক্রনের ভেরিয়েনেটর সংক্রমণের মুখেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সুপ্রিম কোর্টের অন্তত ১৩ জন বিচারপতি। আক্রান্ত হয়েছেন অধস্তন আদালতের ৩৬ জন বিচারক। বিচার বিভাগীয় ছাড়াও যারা করোনা ভাইরাস সংক্রমিত হয়ে আইসোলেশনে রয়েছেন তাদের সকলের দ্রুত সুস্থতা কামনায় চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতির বিশেষ উদ্যোগে গতকাল দোয়া অনুষ্ঠিত হয়।