স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল রোডের বনলতা ভবনে দোয়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০৮ সালের ১১ জুন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কারামুক্ত হোন। শেখ হাসিনার কারামুক্তির মধ্যদিয়ে এদেশের মানুষ সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্ন এখন বাস্তবায়ন হচ্ছে। তলাবিহীন ঝুড়ির দেশ থেকে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে সারাবিশ্বে মাথা তুলে দেয়া হয়েছে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ক্ষণ গণনা চলছে। বাংলাদেশের মাথাপিছু আয় বেড়েছে। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। তাই সকল নেতাকর্মীদের প্রস্তত থাকতে হবে। যাতে কেউ আর উন্নয়নে বাধাগ্রস্ত করতে না পারে এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে। আলোচনাসভা ও দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালেক, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু, সাবেক জেলা ছাত্রলীগ সদস্য হাসানুজজ্জামান কিরণ প্রমুখ। আলোচনাসভাটি পরিচালনা করেন জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহমেদ জনি। এ সময় বীর মুক্তিযোদ্ধাগণ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ও ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশ ও জাতির শান্তি কামনা করে এক দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলটি পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম আব্দুল মজিদ।