প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের সাথে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে উঠুক

চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার প্রতিবন্ধী রাসেলকে হুইলচেয়ার প্রদানকালে দিলীপ কুমার

স্টাফ রিপোর্টার: শোকাবহ আগস্টে চুয়াডাঙ্গায় প্রতিবন্ধীদের হুইল চেয়ার প্রদান অব্যাহত রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা। এছাড়া ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গমাতাকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ ফজিলাতুন নেছা মুজিব আমার মা বই বিতরণ ও সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে বনজ, ফলদ ও ওষুধি গাছের চারা বিতরণ, মসজিদের মুসুল্লি ও শিক্ষার্থীদের মধ্যে ছাতা বিতরণসহ মাসব্যাপী নানা কর্মসূচি পালন অব্যাহত রেখেছেন দিলীপ কুমার আগরওয়ালা। এরই ধারাবাহিকতায় চুয়াডাঙ্গা পান্না সিনেমা হল চত্বরে অস্থায়ী দলীয় কার্যালয়ে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গার রশিদুল ইসলামের ছেলে প্রতিবন্ধী রাসেলকে এই হুইলচেয়ার প্রদান করেন দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় বাবু দিলীপ কুমার আগরওয়ালা বলেন, তারাদেবী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কাজ করছি। চুয়াডাঙ্গাতে কারো হুইল চেয়ার লাগলে তারাদেবী ফাউন্ডেশন তাকে হুইল চেয়ার দেবে। আমরা শিক্ষাবৃত্তি চালু করেছি। করোনার সময় তারাদেবী ফাউন্ডেশন সবার পাশে দাঁড়িয়েছে। পুরো মাসব্যাপী আমরা চেষ্টা করেছি ইফতারির ব্যবস্থা করার। তারাদেবী ফাউন্ডেশন আমার মায়ের নামে করা। এটা এমনভাবে তৈরি করেছি আমি যদি নাও থাকি, এ ফাউন্ডেশনের কার্যক্রম বন্ধ হবে না। এই আগস্ট মাসে আমি পুরো মাসজুড়ে নানা মানবিক কার্যক্রম পরিচালনা করছি। যেটা গত ১০বছর ধরে আমি করে আসছি। আমি চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করছি। ভবিষ্যতে এ জেলাকে স্মার্ট হিসেবে বাংলাদেশের মধ্যে অনুকরণীয় করে তুলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের সাথে স্মার্ট চুয়াডাঙ্গা গড়ে উঠুক, এটাই আমি প্রত্যাশা করি এবং সেই অনুযায়ী কাজ করছি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহ সভাপতি আক্তারুজ্জামান, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি রকিবুল হাসান, শংকরচন্দ্র ইউনিয়নের ইউপি সদস্য  আশাদুল হক আশা ও আফিল মেম্বার, আওয়ামী লীগ নেতা ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালাসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অংগসংঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রলীগ নেতা আলমগীর কবির শিপলু।

Comments (0)
Add Comment