স্টাফ রিপোর্টার: প্রথম রাজধানী চুয়াডাঙ্গার রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রথমবারের মতো ফ্লাসমোভ করেছে চুয়াডাঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চারটি গ্রুপের তরুণরা। গতকাল সোমবার বিকাল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ ফ্লাসমোভের আয়োজন করা হয়। দেশাত্মবোধক গানের তালে তালে পাঁচ তরুণের নাচ ও কয়েকজনের হাতে ‘প্রথম রাজধানী চুয়াডাঙ্গার রাষ্ট্রীয় স্বীকৃতি চাই’ লেখা প্লেকার্ডে মাত্র ৫ মিনিটের এ ভিন্নধর্মী আয়োজন নজর কাড়ে সকলের।
চুয়াডাঙ্গা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে চুয়াডাঙ্গাবাসী প্রথম থেকেই বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে বিভিন্ন সংগঠন। মানববন্ধন, সভা, সেমিনারসহ বিভিন্ন দিবস ও জাতীয় অনুষ্ঠানেই এ দাবি বার বার তুলে ধরে তারা। কিন্তু এবারই প্রথমবারের মতো মাত্র পাঁচ মিনিটের ফ্লাসমোভ এর মাধ্যমে এই দাবী জানায় চুয়াডাঙ্গার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক চারটি গ্রুপ। চুয়াডাঙ্গা কমিউনিটি, চুয়াডাঙ্গা ফাউন্ডেশন, সিডি কুইনস ও ফুড ব্লগারস অব চুয়াডাঙ্গার তরুণরা হঠাৎ করেই আয়োজন করে ভিন্নধর্মী এ ফ্লাসমোভের। এ ব্যতিক্রমী আয়োজনে অন্যতম আয়োজক হিসেবে ছিলেন চুয়াডাঙ্গা কমিউনিটির এডমিন তরুণ উদ্যোক্তা মেরিনা জামান মমি, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সভাপতি আলিফ হোসেন, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের উপদেষ্টা ও অধিকারকর্মী মেহেরাব্বিন সানভী, চুয়াডাঙ্গা কমিউনিটি ও সিডি কুইন্স অব চুয়াডাঙ্গার এডমিন এভিনি রহমান, চুয়াডাঙ্গা কমিউনিটির এডমিন আব্দুল্লাহ আল জুবায়ের নাফিউ, চুয়াডাঙ্গা কমিউনিটির মডারেটর তানজিলুল, চুয়াডাঙ্গা ফাউন্ডেশনের সহ-সভাপতি আফ্রা আনান, সাধারণ সম্পাদক মেহরান স্বদেশ, অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবিত শিথিল, প্রচার সম্পাদক সোহান, সহ-সাধারণ সম্পাদক হায়ুজ্জামান প্রান্ত ও সিডি ডান্স গ্রুপের মানিকসহ তার দল।