স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মুসলিমপাড়ায় ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করেছেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় এ কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে মেয়র বলেন, পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা পৌর এলাকার সব সড়কেই ড্রেন নির্মাণ করা হবে। এবারের ভারী বর্ষণে যে সকল রাস্তাগুলোতে ড্রেন নেই, সেখানে পানি জমেছে যার কারণে ওই এলাকার জণগণের দুর্ভোগ বেড়েছে। তবে আমি নিরন্তর কাজ করছি। দিন-রাত সেসব স্থানে ঘুরে ঘুরে জনগণের দুর্ভোগ কমানোর চেষ্টা করছি। কোনো কোনো স্থানে মেশিন ভিড়িয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। আপনারাও হয়তো এতোদিন কষ্ট পাচ্ছিলেন। এখন এই রাস্তায় ড্রেন নির্মাণ হবে। এই ড্রেনটি নির্মাণ হলে আপনাদের এখানে আর পানি জমবে না। এ সময় তিনি আরও বলেন, আমি মেয়র হওয়ার পর থেকেই একটা পরিবর্তন আনার চেষ্টা করেছি। চেষ্টা করছি নাগরিক সেবার মান বৃদ্ধি করার জন্য। সেই সাথে এখন থেকে পৌর এলাকার যে সকল রাস্তা বা ড্রেন নির্মাণ হবে সেগুলো পঞ্চাশ থেকে ১শ’ বছর টেকসই হবে। আর সেইটা সম্ভব হবে আপনাদের সহযোগিতায়। বর্তমান সরকার প্রধানের নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে। এখন আর এসকল কাজের থেকে অতিরিক্ত মুনাফা অর্জনের কোনো সুযোগ নেই। এখন দায়িত্ব কিছুটা আপনাদেরও। কাজগুলো কেমন হচ্ছে সেটি বুঝে নেবেন। আপনারা ঠিকমত বুঝে নিলে এই ড্রেনটি কমপক্ষে পঞ্চাশ থেকে একশ বছর টেকসই হবে। কাজে কোনো ক্রটি পেলে আমাদের জানাবেন। সাথে সাথে আমি ব্যবস্থা নেবো। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, মহিলা কাউন্সিলর শেফালী খাতুন, পৌরসভার সহকারি প্রকৌশলী হাফিজুর রহমান কাওসার, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, মুসলিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শাহজাহান আলী, ঠিকাদার মো. মর্তুজা, স্থানীয় বাসিন্দা ইনামুল হক, স্বপন মাস্টার, শহিদুল ইসলাম, বুদু মিয়া, কালু মিয়া, স্বেচ্ছাসেবক লীগের ইমদাদ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।