ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ডাকবাংলা সাধুহাটিসহ আশপাশের এলাকায় পুলিশের আইন-শৃংখলা কার্যক্রম বজায় রাখতে ডিউটি করার জন্য ডাকবাংলা ত্রিমহনী চালকল মিল মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে গতবছর ডিসেম্বর মাসের ১১ তারিখে উত্তর নারায়নপুর ত্রিমহনীর সাগান্না ইউনিয়ন আওয়ামী লীগ অফিসের সামনে অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইদহ জেলা পুলিশকে একটি গাড়ী হস্তান্তর করেছিলেন। সেই আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন দ্রুতগতির গাড়িটি সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান সোমবার বিকেলে সদর থানা থেকে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেনের কাছে হস্তান্তর করেন। এই গাড়িটি নিয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেন, চালকল মিল মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ সাধারণ ব্যবসায়ীরা ডাকবাংলা পুলিশ ক্যাম্পের আওতাধীন এলাকাগুলো ঘুরে সাধারণ মানুষদেরকে দেখান। এ বিষয়ে ত্রিমহোনী চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আক্তার ভান্ডারী গাড়ীটি ব্যাবহার করে পূর্ণ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের প্রতি আহ্বান জানান। ত্রিমহনীর বিশিষ্ট চাউল ব্যবসায়ী ও বাঁচায় অটো রাইচ মিলের মালিক কামাল উদ্দিন বলেন, দেশ ও সমাজের ভালো কাজের জন্য আমরা গাড়িটি ডাকবাংলা পুলিশ ক্যাম্পে দিয়েছি। আশা করি এতে সবার উপকারে আসবে। এ বিষয়ে ডাকবাংলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বিল্লাল হোসেন ডাকবাংলা ত্রিমহোনী ব্যবসায়ীক মহলকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের জনগণের জন্য আমারা বাংলাদেশ পুলিশ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় এই ডাকবাংলা ক্যাম্প পুলিশ ব্যবসায়ীক মহলসহ ডাকবাংলা পুলিশ ক্যম্পের আওতাধীন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কাজ করে যাবো ইনশাআল্লাহ।