বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার হারদী ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ৪টার দিকে আলমডাঙ্গার হারদী বাজার প্রাঙ্গনে এ বিট পুলিশিং সভায় ওসমানপুর ক্যাম্প ইনচার্জ কাশেম আলির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিয়ে, মাদক, প্রতারণাসহ সমাজের অসঙ্গতির বিরুদ্ধে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে তাই আপনারা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তিনি আরও বলেন কোথাও কোন অসঙ্গতি দেখলে আলমডাঙ্গা থানার ওসির নাম্বারে অথবা ৯৯৯ কল দিয়ে তথ্য দিবেন। আপনাদের পরিচয় গোপন রাখা হবে বলেও তিনি আহ্বান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত একরামুল হোসাইন, হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও হারদী ইউপি চেয়ারম্যান মো. আশিকুজ্জামান ওল্টু। এই বিট পুলিশিং সভা শেষে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম ওসমান ক্যাম্প পরিদর্শন করেন।