পুত্রসন্তানের জনক হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অনিক জোয়ার্দ্দার

 

স্টাফ রিপোটার: পুত্রসন্তানের জনক হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। গত পরশু শুক্রবার ঢাকার স্কায়ার হাসপাতালের গাইনী কনসালটেন্ট ডা. রেনুমা জাহানের তত্ত্বাবধানে ফুটফুটে পুত্রসন্তান প্রসব করেন মিসেস অনিক ফাতেমাতুজ্জোহুরা। নতুন অতিথি অনিক জুনিয়রের নাম রাখা হয়েছে আইমান হাসান জোয়ার্দ্দার। মুঠোফোনে অনিক জোয়ার্দ্দার জানান পুত্রসন্তান ও তার মা ফাতেমাতুজ্জোহুরা সুস্থ আছেন। জোয়ার্দ্দার পরিবারে নতুন অতিথির শুভাগামনে খুশি হয়ে আইমান হাসান জোয়ার্দ্দারকে শুভেচ্ছা জানিয়েছেন তার মেজ দাদু চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, ছোট দাদু চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পুত্রসন্তান প্রসবকালীন সার্বক্ষণিক স্কয়ার হাসপাতালে ফাতেমাতুজ্জোহরার পাশে ছিলেন দাদু স্বাধীন বাংলা ফুটবল দলের কৃতি গোলরক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন জোয়ার্দ্দার, দাদি আফরোজা জোয়ার্দ্দার ডেজি, ফুফি শারমিন খান নিতু, ফুপ্পা মামুন খান, খালামণি ইলোরা ও ফ্লোরা, ভাইয়া আজান এবং ঈশান। এছাড়া জোয়ার্দ্দার পরিবারের নতুন অতিথিকে শুভেচ্ছা জানিয়েছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর, চুয়াডাঙ্গা রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট ও হোটেল ভিআইপি’র স্বত্বাধিকারী মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল, চুয়াডাঙ্গা পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকনসহ অনেকে। সদ্য ভূমিষ্ঠ পুত্রসন্তানের জন্য দোয়া চেয়েছেন বাবা মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।

Comments (1)
Add Comment
  • বাবলু রহমান

    অনেকদিন পরে আমাদের প্রিয় দৈনিক মাথাভাঙ্গা পড়লাম। শুভ কামনা।