পিরোজপুর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান বাবলু বিশ্বাসকে সংবর্ধনা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে তাকে সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবিএম আশরাফুল হকের সভাপতিত্বে বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্য আনোয়ারুল ইসলাম, আজিজুল হক, এনামুল কবীর ইকবাল, এস্কেন্দার মাহমুদ, আমেনা খাতুন প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল কাশেম, হুমায়ুন কবীর প্রমুখ। অনুষ্ঠানে সংবর্ধিত চেয়ারম্যানকে ক্রেস্ট ও ফুলের তোড়া উপহার দেয়া হয়।

Comments (0)
Add Comment