পিরপুরকুল্লায় কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকল্লায় কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে পিরপুরকুল্লা পূর্বপাড়া দারুল আমান জামে মসজিদের সহযোগিতায় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলেদেন অতিথিরা। প্রতিযোগীতায় রাকিব হোসেন প্রথম, শিহাব উদ্দিন দ্বিতীয় ও আজিবুর রহমান তৃতীয় স্থান অর্জন করেন। প্রতিযোগীতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কুনিয়া চাঁদপুর মাদরাসার সুপার মাও. মো. শামসুল আলম, পিরপুরকুল্লা গ্রাম বাংলা ইসলামিয়া বালক-বালিকা মাদরাসার ওস্তাদ মাও. মো. আল-আমিন ও মোহাম্মদ আলী। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. জাহাঙ্গীর আলম ও সিঙ্গাপুর প্রবাসী আনারুল হোসেন।

Comments (0)
Add Comment