আলমডাঙ্গার ব্যুরো: খেলার সময় শিশুর দেওয়া আগুনে আলমডাঙ্গার হারদী গ্রামের পুরাতন মসজিদের ইমামের বাসা পুড়ে ভস্মিভূত হয়েছে। ১৯ এপ্রিল সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পরনের কাপড় ছাড়া কিছুই নেই ঘরে।
জানা যায়, আলমডাঙ্গার হারদী গ্রামের পুরাতন জামে মসজিদের ইমাম ক্বারী মজিবুর রহমানের বাড়ি আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। গতকাল বিকেলে ইমামের শিশুপুত্রের দেওয়া আগুনে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এ সময় মসজিদের মুসল্লিরা এ আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ঘরের সব কিছু পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
প্রত্যক্ষদর্শি হারদী গ্রামের পলাশ আহমেদ জানান, সকলের প্রচেষ্টায় ঘরের আগুন নেভানো সম্ভব হলেও পরনের কাপড় ছাড়া ওই পরিবারের আর কিছু অবশিষ্ট নেই। পরিবারটিএখন বড়ই মানবেতর অবস্থায় দিনাতিপাত করছে।