নাশকতা মামলায় দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

 

দর্শনা অফিস: নাশকতা মামলায় চুয়াডাঙ্গা দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে দর্শনার পরানপুর তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার বিএনপি নেতা নাহারুল ইসলাম (৪৬) দর্শনা পৌর এলাকার পরানপুরের মৃত সামসুদ্দিনের ছেলে।

দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলামকে নাশকতা মামলায় গ্রেফতার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment