নানা আয়োজনে মেহেরপুর মুক্ত দিবস পালিত

মেহেরপুর অফিস: গতকাল সোমবার ৬ ডিসেস্বর ছিল মেহেরপুর মুক্ত দিবস। নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি পালন উপলক্ষে এদিন বেলা সাড়ে ১০টায় মুক্তিযুদ্ধ কমপ্লেক্স চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের হয়। পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মনছুর আলম খাঁন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা নুরুল ইসলামসহ জেলার মুক্তিযোদ্ধারা। পরে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনাসভার আয়োজন করা হয়। সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপিস্থত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জেলার মুক্তিযোদ্ধারা আলোচনাসভায় অংশ নেন। এর আগে শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জনপ্রশাস মন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে মুক্তিযোদ্ধাদের। কোনভাবেই ইতিহাস যাতে বিকৃতি না হয় সেদিকে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে।

Comments (0)
Add Comment