কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অসুস্থ এক মহিলাসহ তার দুই সন্তানকে আহত করার অভিযোগ উঠেছে। একই গ্রামের বকতার আলীর বিরুদ্ধে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার এ অভিযোগ উঠেছে।
অভিযোগে জানাগেছে, গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে মো. হারেজ শেখের ছোট ছাগলের বাচ্চা মৃত আকুল শেখের ছেলে বকতার আলীর নিজ জমিতে যায়। এসময় বকতার ছাগলের বাচ্চাটিকে লাঠি দিয়ে মারধর করে। পরে হারেজের স্ত্রী বিষয়টি প্রতিবাদ করলে উত্তেজিত হয়ে অসুস্থ হারেজের স্ত্রীকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে আহত করে। এসময় ওই মহিলার দুই সন্তান এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে আহত করা হয়। মারপিটের ঘটনায় চারুলিয়া পুলিশ ফাঁড়িতে মৌখিক অভিযোগ করেছেন আহত হারেজের স্ত্রী।
এ বিষয়ে হারেজের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী বকতারের জমিতে গেলে বকতার ছাগলটিকে মারধর করে। আমি প্রতিবাদ করতে গেলে আমাকে দেশীয় অস্ত্র দিয়ে বকতারসহ তার দুছেলে কালাম ও ছালাম মারপিট করে। আমি দুমাস আগে পেটের সমস্যার কারনে অপারেশন করেছি। অপারেশনের কারনে আমি এখনও অসুস্থ আছি। এ বিষয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি মারপিটের ঘটনার বিষয়ে কালকে বসার কথা উল্লেখ করেন।