স্টাফ রিপোর্টার: ‘নদীর নাম মাথাভাঙ্গা’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ে গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভাপতি অধ্যক্ষ হামিদুল ইসলাম মুন্সীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল। মাথাভাঙ্গা বাঁচাও আন্দোলন কমিটি ও প্রবীণ হিতৈষী চুয়াডাঙ্গার শাখার সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি একেএম আলী আখতার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন, চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল, উদীচীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হান, দৈনিক পশ্চিমাঞ্চল সম্পাদক আজাদ মালিতা, জীবননগর সমিতির সভাপতি আলাউদ্দিন ওমর, মাতামহ বাঁচাও আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলী, চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, দৈনিক মাথাভাঙ্গার বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লাা, চুয়াডাঙ্গার অন্যতম ইতিহাস গবেষক রাজিব আহমেদ প্রমুখ।
মোড়ক উন্মোচন শেষে বক্তারা বলেন, মাথাভাঙ্গা নদী শুধু এই অঞ্চলের নয়, সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য গুরুত্বপূর্র্ণ নদী। এই অঞ্চলের ভৈরব, কপোতাক্ষ, নবগঙ্গা, কুমার, চিত্রা নদীকে বাঁচাতে হলে মাথাভাঙ্গা নদীকে বাঁচাতে হবে। বক্তারা তাদের বক্তব্যে মাথাভাঙ্গা নদী বাঁচানোর এ আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। শেষে ভারতে চিকিৎসাধীন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি সোলায়মান হক জেয়ার্দ্দার ছেলুনের আশু রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।