দোস্ত গ্রামে সন্দেহমূলকভাবে এক যুবককে মারধর

বেগমপুর প্রতিনিধি: বেগমপুরের দোস্ত গ্রামে সন্দেহের বশে অসহায় এক যুবককে বেধড়ক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষ। অভিযুক্ত জিহাদ ও রিয়াদের বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে অসহায় লালচাঁদ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের দোস্ত গ্রামের বসুতিপাড়ার মনির ছেলে জিহাদ গতকাল বুধবার বিকেল ৫টার দিকে বাড়ির পাশে চিত্রানদীর ধারে সদ্য লাগানো বাগানের মধ্যে গরু চরাচ্ছিলেন। এসময় চিত্রার পাহারাদার জিহাদকে আটক করে। পরে তাকে ছেড়ে দেয় পাহারাদার। বাগানের মধ্যে গরু চরানোর বিষয়টি পাহারাদারকে একই গ্রামের গাউছের ছেলে লালচাঁদ বলেছেন বলে সন্দেহ করেন জিহাদ। পরে জিহাদ তার ভাই রিয়াদকে ডেকে এনে গরু চরানো লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। দু’ভাইয়ের লাঠি পেটায় রাস্তায় লুটিয়ে পড়ে লালচাঁদ। পরে তাকে উদ্ধার করে ডাক্তারের নিকট নেয়া হয়। স্থানীয়রা জানান, মনির ছেলে জিহাদ ও রিয়াদ বেপরোয়া। গায়ের জোরে অন্যায় করে গরিব অসহায় লালচাঁদকে পিটিয়েছে। এদিকে অভিযুক্ত জিহাদ ও রিয়াদের বিরুদ্ধে বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে লালচাঁদের পরিবারের লোকজন।

Comments (0)
Add Comment