মুজিবনগর প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অবরোধ-হরতাল ও আগুন সন্ত্রাস বন্ধ, বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ হত্যার বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ মুজিবনগরের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা অফিস চত্বর থেকে প্রতিবাদ র্যালি ও উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা অফিস হলরুমে প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে প্রতিবাদসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাবেক ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার আহসান আলী খান, সাবেক ডেপুটি কমান্ডার সিরাজুল ইসলাম, আলী হোসেন, সাবেক ত্রাণ কমান্ডার লুৎফর রহমান, সাবেক সদস্য ফকির মোহাম্মদ, আব্দুল হামিদ, আব্দুল করিম, জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির সাধারণ সম্পাদক সিতার আলী, উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটির সহ-সভাপতি মমতাজ বেগম, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইউপি সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ। প্রতিবাদসভা শেষে সর্বসম্মতি ক্রমে মোখলেছুর রহমানকে সভাপতি ও খাইরুল ইসলমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট মুজিবনগর উপজেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমিটি গঠন করা হয়। শুরুতে মেহেরপুর জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ’র সভাপতি আব্দুস সালামের নেতৃত্বে প্রতিবাদী র্যালিটি উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।