কার্পাসডাঙ্গা প্রতিনিধি: ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস -২০২১ উদযাপন উপলক্ষ্যে দুর্নীতি বিরোধী কুইজ প্রতিযোগিতায় প্রথম হয়েছে দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নে চারুলিয়ার কৃতি সন্তান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসলাম খান রকি।
জানা গেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি), রাজশাহী শাখার সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে দুর্নীতি বিরোধী প্রতিযোগিতার আয়োজন করেন। গতকাল বেলা ১১টার দিকে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজশাহী বিভাগীয় কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সনাকের রাজশাহী বিভাগের সভাপতি প্রফেসর ড. দীপক চন্দ্র নাথ দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। আসলাম খান রকি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। সে চারুলিয়া গ্রামের মোমিন খানের ছেলে।