দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদা কোষাঘাটার বিল্ড ইটভাটার নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করার ঘটনায় ৪ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। আহত নৈশ প্রহরী কামাল হোসেনের ছেলে সোহাগ বাদী হয়ে অজ্ঞাতনামা দুইজনসহ পুড়াপাড়ার শফি ও ফকিরপাড়ার তুফোনের নাম উল্লেখ্য করে মোট ৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। আসামিদের গ্রেফতার করতে পুলিশি জাল বিস্তার করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা দামুড়হুদা মডেল থানার এসআই তৌহিদুর রহমান শেখ।
উল্লেখ্য, গত সোমবার রাত ৩ টার দিকে দামুড়হুদা-চুয়াডাঙ্গা সড়কের ধারে কোষাঘাটাস্থ বিল্ড নামক ইটভাটায় মুখোশ পরিহিত ৪ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে নৈশপ্রহরী কামাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। রাতেই আহত নৈশ প্রহরীকে মূমুর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া ওই ইটভাটার অপর নৈশ প্রহরী কোষাঘাটা গ্রামের মাজেদ আলীর ছেলে প্রতিবন্ধী মোজাহার শেখকে কিল-ঘুষি মেরে আহত করা হয়।