দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ চুয়াডাঙ্গার বুদ্ধিমানপাড়ার বাসিন্দারা

 

স্টাফ রিপোর্টার: দুই ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার বুদ্ধিমানপাড়ার বাসিন্দারা। এ থেকে প্রতিকার চেয়ে গতকাল সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন তারা। মানববন্ধন শেষে বুদ্ধিমানপাড়ার শতাধিক ব্যক্তির স্বাক্ষরযুক্ত একটি স্মারকলিপি জমা দেয়া হয় জেলা প্রশাসকের কার্যালয়ে। স্মারকলিপিতে উল্লেখ করা হয় চুয়াডাঙ্গা বুদ্ধিমান পাড়ার মৃত মাহাবুলের ছেলে সাগর ও মুকুলসহ তাদের পরিবারের সদস্যরা প্রায়ই স্থানীয় বিভিন্ন ব্যক্তির সাথে কারণে অকারণে ঝগড়া ঝামেলা, গালিগালাজ, মারামারিতে লিপ্ত হয়। তারা গোপনে মাদকের ব্যবসা করে সামাজিক সমস্যার সৃষ্টি করছে। তাদের অসামাজিক ও অনৈতিক কার্যকলাপে স্থানীয় বুদ্ধিমান পাড়ার বাসিন্দারা অতিষ্ঠ। এ অবস্থায় সামাজিক শান্তি শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। মানববন্ধনে চুয়াডাঙ্গা বুদ্ধিমান পাড়ার অর্ধশতাধিক নারী পুরুষ অংশ নেন।

Comments (0)
Add Comment