ঝিনাইদহ প্রতিনিধি: রোববার ভোরে ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা সাসপেক্টেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আহম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাড়ি সদর উপজেলার হাটবাকুয়া গ্রামে। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. হারুন-অর-রশিদ জানান, গত ১৩ নভেম্বর করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। নমুনা পরীক্ষার পর তার করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ভোরে তার মৃত্যু হয়। দীর্ঘ ৫৫ দিন পর করোনায় আক্রান্ত হয়ে ঝিনাইদহে কেউ মারা গেলেন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২শ’ ৬৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫’শ ৬২ জন।