দায়িত্ব নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে

চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কোর্স ফর রোভার মেটের সমাপনী ও মহাতাঁবু জলসায় অতিথিরা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় তিন দিনব্যাপী কোর্স ফর রোভার মেটের সমাপনী ও মহাতাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ স্কাউটস চুয়াডাঙ্গা জেলা রোভারের বাস্তবায়নে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান। মহাতাঁবু জলসায় চুয়াডাঙ্গা নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ১২তম কোর্স ফর রোভার মেটের লিডার আবু নাসিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কবির হোসেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, খুলনা বিভাগীয় রোভার নেতা প্রতিনিধি প্রফেসর শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘আদর্শ সুশৃঙ্খলভাবে স্কাউটসদেরকে আরও অগ্রণী ভূমিকা রাখতে হবে। স্কাউটসরা সততা ও সহযোগী মনোভাব নিয়ে কাজ করলে সমাজে অপরাধ দমন করা সম্ভব। দায়িত্ব নিয়ে প্রত্যেক ইউনিট লিডারকে কাজ করতে হবে। সে কারণে তোমাদের এ দেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। যেকোনো মানুষের বিপদাপদে তাদের পাশে দাঁড়াতে হবে। তোমরা বিশ্বের যেকোনো দেশে যেখানে যাবে সেখানে তোমাদের ট্রেনিংকে কাজে লাগাতে হবে। আমরা সবাই চাই, আমাদের ছেলেরা মাথা উঁচু করে সবস্থান থেকে জয়ী হয়ে আসবে।’ মহাতাঁবু জলসায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা কালেক্টরেটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদাত হোসেন, সহকারী কমিশনার নূর পেয়ারা বেগম, নাঈমা জাহান সুমাইয়া, আব্দুর রহমান, সাইফুল ইসলাম সাইফ, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও পৌর ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি অ্যাড. বেলাল হোসেন, কোর্স ফর রোভার মেটের প্রশিক্ষক বড় শলুয়া ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মুকিত জোয়ার্দ্দার, আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক রাশেদুল কবির, পৌর ডিগ্রি কলেজের প্রভাষক হেলেনা নাসরিন, লিয়াকত আলী মিন্টু প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা সভাটি সঞ্চালনা করেন প্রশিক্ষক ও চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ওবাইদুল ইসলাম তুহিন। উল্লেখ্য, তিন দিনব্যাপী অনুষ্ঠিত কোর্স ফর রোভার মেটে চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০জন রোভার মেট অংশগ্রহণ করেন। এ কোর্সের সার্বিক দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা রোভারের সম্পাদক ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল হাসান। এদিকে, বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজে কোর্স ফর রোভার মেট পরিদর্শন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এ সময় চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু রাশেদসহ কলেজের শিক্ষক মন্ডলীসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment