দামুড়হুদা সদর ও হাউলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন ইউএনও রোকসানা মিতা

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ ও ৬নং হাউলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি সরেজমিনে ইউনিয়ন পরিষদের সমস্ত কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম ভালোভাবে পরিচালনা করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরিষদের সমস্ত রেজিস্ট্রার চেক করেন। পরিদর্শন শেষে তিনি পরিষদের পরচালিত কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সচিব শামিম রেজা, ইউপি সদস্য জাহিদুল ইসলাম, সামসুল ইসলাম, হাসান আলী, হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিন, সচিব নাঈম হোসেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, আ. হান্নান পটু, শাহজামাল, সেলিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ। ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, পরিষদের সার্বিক কার্যক্রম সন্তোষজনক। হাউলী ইউনিয়ন পরিষদের কয়েকটি রেজিস্ট্রার হালনাগাদ ছিলো না, সেগুলো হালনাগাদ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। এ সময় তিনি বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের গ-ি পেরিয়ে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করছে। স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। বাল্যবিয়ে ও মাদক নির্মূল করতে উপজেলা প্রশাসন সর্বদা সজাগ ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদেরকে কাজ করতে হবে এবং তথ্য দিয়ে সহযোগিতা করবেন। কোন রকম অনিয়ম সহ্য করা হবেনা।

Comments (0)
Add Comment