দামুড়হুদা অফিস: দামুড়হুদা বাসস্ট্যান্ড সাপ্তাহিক হাটের রাস্তা সি.সি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের হাট বাজার উন্নয়ন তহবিলের অর্থায়নে গতকাল শুক্রবার সকালে ওই কাজের উদ্বোধন করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনকল্যাণমুখী ওই কাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন বগা, সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের মেম্বার নুরুল ইসলামসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।