কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ মোঃ ইশতিয়াক পিএসসি’র সার্বিক দিক-নির্দেশনায় গত ১৭ তারিখ হতে ২৩ জুলাই তারিখ পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনস্থ দর্শনা আইসিপি, বারাদী, সুলতানপুর এবং ফুলবাড়ী বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি গ্রামের কয়সার মল্লিকের ছেলে মো. সাইফুল ইসলামকে (২৫) ভারতীয় ৮৯ বোতল ফেনসিডিল, ২ বোতল মদ এবং নগদ বাংলাদেশী ১লাখ ৯০ হাজার টাকাসহ আটক করে বিজিবি সদস্যরা। সর্বমোট সিজার মূল্য ২ লাখ ২৮ হাজার ৬০০ টাকা। আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত আসামিসহ চোরাচালানী মালামাল দর্শনা থানায় হস্তান্তর করে আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।