দামুড়হুদা অফিস: দামুড়হুদা দাসপাড়ায় মন্দির উন্নয়নের জন্য আর্থিক অনুদান দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সহযোগিতায় দামুড়হুদা দাসপাড়ায় আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যানকে দাসপাড়ার পক্ষ থেকে ফুলেল শুভচ্ছা জানানো হয়। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দাসপাড়া মন্দির উন্নয়নের জন্য এমপি ও উপজেলা চেয়ারম্যানের পক্ষ থেকে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিউল কবির ইউছুপ এ অনুদানের ৫০ হাজার টাকা মন্দির কমিটির হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা জোনাব আলী ও দাসপাড়ার মন্দির কমিটির সদস্যগণ। অনুদান প্রদান শেষে দাসপাড়ার পক্ষ থেকে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলীকে ফুলেল শুভেচ্ছা জানান।