দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা চন্দ্রবাসের শহিদুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১ কেজি মাদকদ্রব্য (গাঁজা) উদ্ধার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে তাকে দামুড়হুদার নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের তরফদারপাড়া থেকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানাধীন নাটুদহ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার চন্দ্রবাস গ্রামে। এসময় চন্দ্রবাস গ্রামের হানেফ আলীর পরিত্যক্ত বসতঘর সংলগ্ন বাঁশঝাড়ের নিচ থেকে তার ছেলে মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছে থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করে রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করা হয়। আজ বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানাগেছে।