কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজে ইউপি চেয়ারম্যান আব্দুল করিমকে সংবর্ধনা প্রদান

কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গা দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১২ টায় কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. হামিদুল ইসলাম। এ সময় সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন। উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আমিনুল হক, আবুল কাশেম, আব্দুর রহমান, বিল্লাল হোসেন, আয়ুইব হোসেন, বিল্লাল হোসেন, গিয়াস উদ্দীন, ইব্রাহিম হোসেন, ইদ্রিস আলী, ফাতেমা খাতুন, তানিয়া খাতুন, শেফালি খাতুন, আশরাফ আলী, শামিমুর রহমান, পলাশ ঘোষ, শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শরীরচর্চা শিক্ষক সাইফুল ইসলাম।

Comments (0)
Add Comment