দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে লোকমোর্চার নেতৃবৃন্দের মতবিনিময় 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তার সাথে মতবিনিময়সভা করেছে দামুড়হুদা উপজেলা লোকমোর্চার নেতৃবৃন্দ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা লোকমোর্চার আয়োজনে দামুড়হুদা উপজেলা সমাজসেবা কার্যালয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তোফাজ্জেল হকের সাথে সমাজসেবা প্রদত্ত বিভিন্ন ভাতার বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সভাপতি অধ্যক্ষ মো. কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক দামুড়হুদা ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী, উপজেলা লোকমোর্চার সহ সভাপতি হাজি শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, দপ্তর সম্পাদক মো. ইউনুছ আলী, প্রচার সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, পরিবেশ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক শিশির, নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান রতন, মো. মিরাজুল ইসলাম মিরাজ, রাকিবুল হাসান তোতা, মো. মজিবর রহমান ও ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. আনিছুর রহমান। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মো. ফরহাদ হোসেন টিটন।

Comments (0)
Add Comment