দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন সানজিদা বেগম। গতকাল বুধবার তিনি চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।
জানা গেছে, গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন সানজিদা বেগম। তিনি এরআগে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে অন্তর্ভুক্ত হন। তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর রাতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে আসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা নির্বাহী অফিসের নাজির ওমর ফারুক। আজ তিনি দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করবেন বলেও জানা গেছে।