দামুড়হুদা অফিস : দামুড়হুদা মডেল থানা পুলিশ পবিত্র ঈদুল আযহা কে সামনে রেখে মাদক নির্মূলে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ । এসময় তাদেক কাছ থেকে উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য ২৫০ গ্রাম গাঁজা। আটককৃতরা হলো দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের
কাঁদিপুর গাংপাড়ার মৃত ছাব্দার আলির ছেলে মনির হোসেন(৪০), লোকনাথপুর গ্রামের বাসস্ট্যান্ড পাড়ার মৃত আক্কেল আলির ছেলে হালিম শাহ(৬০)। গতকাল বুধবার রাত ১০টার সময় দামুড়হুদা উপজেলার কাঁদিপুর গাংপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।
পুলিশ জানায়, পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নির্দেশনায় দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল খালেকের নেতৃত্বে থানার উপ-পরিদর্শক শেখ তৌহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁদিপুর গাংপাড়ায় অভিযান চালিয়ে মনির,হালিম শাহ কে আটক করে। এবং তাদের শরির তল্লাশি করে ২৫০গ্রাম গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে আর এক মাদক ব্যবসায়ী কাঁদিপুর গ্রামের আমিরুলের ছেলে ডালিম পালিয়ে যায়। মাদকদ্রব্য সহ আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে। এ মামলায় মাদক ব্যবসায়ী ডালিম কে পলাতক করে আসামী করা হচ্ছে বলেও পুলিশ জানায়।আজ বৃহস্পতিবার তাদের কে আদালতে প্রেরণ করা হবে।