স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে ছোট ভাই মফিদুল ইসলামের হাতের আঙ্গুল শরীর থেকে বিচ্ছিনের ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। আহত মফিদুল ইসলাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লাহ গ্রামের মানিকতলা মোড়ের মৃত হাজি আব্দুল মান্নান মোল্লার ছেলে।
আহত মফিদুল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে জানান, বড় ভাই সিরাজুল ইসলাম ও আমার বাড়ি পাশাপাশি। আমার বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই ধারালো দা দিয়ে আমার হাতে কোপ মারে। এতে আমার বাম হাতের একটি আঙুল কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আমাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (চিৎলা হাসপাতাল) নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে থেকে পাঠানো হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. খালিদ হাসান দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, হাতের একটি আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে অর্থোপেডিক চিকিৎসকের পরামর্শ নেয়ার কথা বলা হয়েছে।