স্টাফ রিপোর্টার : দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এবং এমপির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশক্রমে বীর মুক্তিযোদ্ধাদের বেসাময়িক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে দামুড়হুদায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হয়। মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম করা হয়। যাচায় বাছাইকালীন উপজেলার দর্শনা পৌরসভাসহ ৮ ইউনিয়নে মোট ৬০ মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিপিবদ্ধ করার জন্য কাগজপ্রত্র জমা দেন। ৬০ জনের মধ্যে ১০ জন মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা ও লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ও অনলাইনে নাম থাকায় তাদেরকে যাছাই বাছাই আওতামুক্ত রাখা হয়। বাকি ৫০ জনের কাগজপ্রত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে মদনা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আনছার আলী বেসাময়িক গেজেট নং ৯৩৯ এর কাগজপত্র না থাকায় ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাদের কাগজপ্রত্র যাচাই- বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে বাছাইকৃতদের নাম জাতীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।