দামুড়হুদা অফিস: দামুড়হুদায় বিনা মূল্যে কৃষকদের মাঝে পাট বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিতা বেগম। উপজেলা পাট অধিদফতর সূত্রে জানাগেছে, আশ পাট উৎপাদনের লক্ষ্যে উপজেলায় পাট পধিপ্তরের আয়োজনে ২৬৮০ জন কৃষকের মাঝে প্রত্যেককে বিনামূল্যে এক কেজি পাট বীজ, ৬ কেজি ইউরিয়া, ৩ কেজি টিএসপি ও এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, ইউপি সদস্য নুরুল ইসলাম, লিয়াকত আলী জোয়ার্দ্দার, ইউপি সচিব শামিম রেজাসহ কৃষকবৃন্দ।