দামুড়হুদায় ফেনসিডিলসহ কহিনুর গ্রেফতার

দামুড়হুদা অফিস: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ নারী মাদককারবারী কহিনুর খাতুনকে (৪৮) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত কহিনুর দামুড়হুদা গুলশানপাড়ার আনছার আলী মোল্লার স্ত্রী।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা সদরের গুলশানপাড়া মোড়ের কহিনুরের মুদি দোকানে অভিযান চালায় দামুড়হুদা মডেল থানা পুলিশ। এসময় দোকানটি তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এছাড়াও গ্রেফতারকৃত কহিনুরের কাছ থেকে ১৫হাজার ২শ টাকা উদ্ধার করে পুলিশ। অভিযান পরিচালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই খান আব্দুর রহমান, এসআই সঞ্জয়, মারজান, কামরুল ইসলাম, এএসআই মসলেম উদ্দীন, নুরুন নবীসহ সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় রাতেই থানার এসআই কামরুল হাসান বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃত আসামির ছেলে পিন্টু মোল্লাকে পলাতক আসামি করা হয়েছে।

 

Comments (0)
Add Comment