দামুড়হুদায় নারী খামারিদের মাঝে পোল্ট্রি খাবার বিতরণ

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় ৫৭জন নারী খামারির মাঝে পোল্ট্রি খাবার বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার দুইটি ইউনিয়নের মোট ৫৭ জন নারী খামারিকে মাথাপিছু ৫০ কেজি করে পোল্ট্রি খাবার বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফসার রোকসানা মিতার সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন,  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ তাছলিমা, উপজেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. নাজমুল হাসান শাওন ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রাকিবুল হাসান ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন অফিস সহকারী শাফায়েতুল ইসলাম।

Comments (0)
Add Comment