দামুড়হুদা অফিস: দামুড়হুদায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে র্যালী, পথসভা ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ওই কর্মসূচি পালন করা হয়। র্যালী, পথসভা শেষে দামুড়হুদা মাথাভাঙ্গা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি.দা.) মো.রাজিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের কৃষিবিদ শওকত হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মৎস্য কর্মকর্তা আল আমিন।