দামুড়হুদায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা প্রতিনিধি: ‘নিরাপদ খাদ্য ও সমৃদ্ধ জাতি, স্মার্ট বাংলাদেশ গড়ার চাবিকাঠি’ এ উপপাদ্য বিষয়কে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলা শহরে এক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে দামুড়হুদার কোষাঘাটা গ্রামে ওয়েভ ফাউন্ডেশনের মিশ্রখামার মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে পিকেএসএফের সহযোগিতায় ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের কৃষি কর্মকর্তা কৃষিবিদ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন চুয়াডাঙ্গা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মো মনিরুজ্জামান, ফাউন্ডেশনের অনুষ্ঠান উপদেষ্টা আব্দুস শুকুর, জ্যেষ্ঠ সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ ও জিল্লুর রহমান, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন, খাদ্যজনিত অসুস্থতা রোধ করতে খাদ্য নিরাপদ রাখা অপরিহার্য। মাত্রাতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করে কৃষক তার অজান্তেই সবজি ও ফলমূল বিষাক্ত করে তুলছেন। সেটা সচেতনতার সঙ্গে দেখতে হবে যেনো ওগুলো মানুষ কিনে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। আলোচনা শেষে কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment