দামুড়হুদায় ছড়িয়ে পড়েছে পিপিআর রোগ : অর্ধশত ছাগলের মৃত্যু

 

দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ব্যাপকহারে দেখা দিয়েছে ছাগলের পিপিআর রোগের প্রার্দুভাব। গত কয়েকদিন আগে দামুড়হুদা উপজেলা বিভিন্ন গ্রামে হঠাৎ করে এই গবাদিপশুর মধ্যে পিপিআর রোগ ছড়িয়ে পড়েছে। এই ভাইরাস জনিত রোগে উপজেলায় অর্ধশত ছাগলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে উপজেলা প্রাণিসম্পদ অফিসের এই রোগ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না।

জানা গেছে, উপজেলা সদরের দশমী গ্রাম, নতিপোতা, হেমায়েতপুর, কালিয়াবকরী, পুড়াপাড়াসহ বিভিন্ন গ্রামের মহল্লায় মহল্লায় ছাগলের পিপিআর ভাইরাস দেখা দিয়েছে। এসব গ্রামগুলোতে অর্ধশত ছাগলের মৃত্যু হয়েছে। তবে এর মধ্যে অধিকাংশ বাচ্চা ছাগল। প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, পিপিআর গবাদিপশু ছাগল, ভেড়া, গাড়লের একটি মারাত্মক ভাইরাসজনিত রোগ। এই রোগে আক্রান্ত ছাগল ও ভেড়ার নাক ও মুখ হতে তরল নির্গত হতে থাকে এবং পাতলা পায়খানা করে। গবাদি পশুর শরীরে ১০৫-১০৮ ডিগ্রী ফা. তাপমাত্রা ছাড়াও আক্রান্ত মুখে ঘা দেখা দেয়। এ কারণে খাবার না খেয়ে মাথা নিচু করে থাকে। ঠিকমত চিকিৎসা দেয়া হলে এ রোগ থেকে পশুকে বাঁচানো সম্ভব। দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাসলিমা খাতুন বলেন, উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আক্রান্ত ছাগলগুলোকে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, উপজেলায় প্রায় দেড়লাখ ছাগল ও ভেড়া রয়েছে। সে তুলনায় ভ্যাকসিন বরাদ্দ নেই বললেই চলে। প্রায় দেড় লাখ ছাগল ও ভেড়ার বিপরীতে মাত্র ১০ হাজার ভ্যাকসিন বরাদ্দ পেয়েছি। এর মধ্যে প্রায় ৯ হাজার দেয়া হয়েছে। বাকি হাজার খানেক মাত্রা আছে সেগুলো যেসব এলাকায় এখনও আক্রান্ত হয়নি ওইসব এলাকায় দেয়া হচ্ছে। আরও চাহিদা দেয়া হয়েছে বরাদ্দ পেলে বিভিন্ন এলাকায় দেয়া হবে।

Comments (0)
Add Comment