দামুড়হুদায় গভীর রাতে কলেজগেটে পরিত্যক্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ

 

দামুড়হুদা প্রতিনিধি: গভীর রাতে দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সম্মুখে পরিত্যক্ত আবস্থাতে পড়া থাকা দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গত পরশু মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পরিত্যক্ত দুটি মোটরসাইকেল উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। থানা সূত্রে জানা গেছে, দামুড়হুদা-জীবননগর আঞ্চলিক মহা সড়কের পাশে অবস্থিত আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের সামনে পরিত্যক্ত অবস্থায় দুটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে জনৈক এক পথচারী। সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানার এসআই তাপস রয়ের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এএসআই মামুন, এএসআই লস্কর সাহাবুদ্দিন কলেজের সামনে থেকে রেজিস্ট্রেশন বিহীন ১১০সিসির ভারতীয় কোম্পানির টিভিএস মেট্রো প্লাস এবং ১৫০সিসির সিবিজেড রেজিস্ট্রেশন নাম্বার-মেহেরপুর-ল-১১০২২৮ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেন পুলিশ। এদিকে, উদ্ধারকৃত দুটি নামি-দামি ব্যান্ডের মোটরসাইকেলের খোঁজে বা মালিকানা দাবি করে কেউ থানায় আসেননি বলেও পুলিশ জানিয়েছে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, মালিক বিহীন দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে ২৪ঘণ্টা অতিবাহিত হতে চললেও এখনো কেউ মালিকানা দাবি করতে আসেনি। বিষয়টি রহস্যের। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।

Comments (0)
Add Comment