দামুড়হুদা অফিস: দামুড়হুদায় করোনাভাইরাসের প্রভাবে বাজারের কর্মহীন ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বাজার বণিক সমিতির উদ্যোগে এ অর্থ বিতরণ করা হয়। বাজার বণিক সমিতির সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, যুগ্ম-সম্পাদক আব্দুল হালিম ভুট্টু, অর্থ সম্পাদক আজিজুল হক করোনাভাইরাসের প্রভাব প্রতিরোধে বাজারের বন্ধ রাখা চায়ের দোকানদার, সাইকেল মেকারসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের শ্রমিককে ডেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ১৫০ জনের হাতে নগদ ৪শ’’ টাকা করে তুলে দেন। এসময় সকলের উদ্দেশে করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বিশেষ প্রয়োজন ছাড়া সকলকে ঘর থেকে বের না হওয়ার গণজমায়েত এড়িয়ে চলা মাস্ক ব্যবহার করা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ মেনে চলার আহŸান জানান।