দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে গোবিন্দহুদা বাজার মসজিদে দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক সেলিম উদ্দিন বগা, আওয়ামী লীগ নেতা সাবেক মেম্বার আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান টোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাসেল আহমেদ, যুবলীগ নেতা তারিকুল ইসলাম দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সাজু আহম্মেদ রিংকুসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি মো. আলী আজগার টগর করোনা পজিটিভ হন। দ্রুত তার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ করা হয়।