দামুড়হুদা অফিসঃ করোনা দুর্যোগ মোকাবেলায় সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দামুড়হুদা সদর ইউনিয়নের বিভিন্নগ্রামে চুয়াডাঙ্গা -২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর পক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলি চুয়াডাঙ্গা -২আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগর পক্ষে ১১৫টি শাড়ি লুঙ্গি ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর পক্ষ থেকে ৬০প্যাকেট ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আঃহালিম, যুবলীগ নেতা একরামুল হক,ইনতাজ আলি, ছাত্রলীগ নেতা শান্ত প্রমুখ। অপর দিকে দামুড়হুদা উপজেলা যুবদলের আয়োজনে ১’শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার সময় দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ১’শ পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামী দিনের রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দামুড়হুদা উপজেলা শাখার আহবায়ক এস এম মাহবুবুর রহমান বাচ্চুর নিজ অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান মিল্টন, আরিফুল ইসলাম, কলম আলি,শওকত আলি প্রমূখ।