দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। গতকাল রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), উপজেলা উন্নয়ন তহবিল (ইউডিএফ), ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের মৌলিক থোক বরাদ্দ (বিবিজি) এর অধীনে গৃহীত বিভিন্ন উন্নয়ন প্রকল্প কাজ সরেজমিনে পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন। অপরদিকে চলমান রাস্তার এডিপি ফ্ল্যাট সলিং অন্তর্ভূক্ত রাস্তার কাজের উন্নত মানের ইট বালু দিয়েসহ দ্রুততার সাথে কাজ সম্পন্ন করেন। এছাড়া প্রকল্পের কাজের মান সন্তোষজনক। এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা বলেন, বর্ষা মরসুমে জনগণের চলাচলসহ যে কোন সমস্যা আমরা দ্রুততার সাথে সমাধান করছি। বর্তমান সরকারের অঙ্গিকার বাস্তবায়নে আমরা সকল সময় নিরলসভাবে কাজ করে চলেছি।